ছবি: সংগৃহীত।
দেশ জুড়ে আর্থিক দুর্দশার বাতাবরণে ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা। বেশ কয়েকটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরাও রয়েছেন ছাঁটাই তালিকায়। তথ্যপ্রযুক্তি কর্মীদের পাশে দাঁড়িয়ে আজ, সোমবার পথে নামতে চলেছে সিপিএম। তরুণ প্রজন্মকে কাছে টানার চেষ্টায় কলকাতার তথ্যপ্রযুক্তি তালুক বিধাননগর সেক্টর-৫ থেকেই শুরু হচ্ছে ওই কর্মসূচি।
অল ইন্ডিয়া আইটি অ্যান্ড আইটি এনাবেল্ড সার্ভিসেস (এআইআইটিইইউ) এবং ডিওয়াইএফআইয়ের যৌথ উদ্যোগে সেক্টর ৫-এর কলেজ মোড়ে আজ প্রতিবাদ সভা হবে। তার আগে হবে মিছিল। বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার দফতরের সামনে কর্মীদের সমর্থন চেয়ে প্রচারপত্রও বিলি করার কর্মসূচি নিয়েছে দুই সংগঠন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সিপিএমের যুব সংগঠনের পা রাখা এই প্রথম। বাম জমানায় সিটুর উদ্যোগে এক বার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সংগঠন তৈরির চেষ্টা হলেও তা বিশেষ সফল হয়নি। বাম নেতাদের দাবি, কাজের ক্ষেত্রে সঙ্কটের মুখে পড়েই তথ্যপ্রযুক্তি কর্মীরা বুঝতে পারছেন জোট বাঁধা দরকার। তাঁদের ডাকেই প্রতিবাদের জন্য সংগঠিত ভাবে তৎপর হয়েছে বামেরা। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের বক্তব্য, ‘‘আমাদের লড়াই তরুণ প্রজন্মের রুটি-রুজি ও অধিকারের জন্য, কর্মসংস্থানের জন্য। তথ্যপ্রযুক্তিও এর বাইরে নয়।’’
আর পাঁচটা ক্ষেত্রের মতো তথ্যপ্রযুক্তি কর্মীদের সঙ্কটেও রাজ্য সরকারের শ্রম দফতরের হস্তক্ষেপ দাবি করছে এআইআইটিইইউ। সংগঠনের তরফে প্রশান্ত নন্দী চৌধুরী, সংগ্রাম চট্টোপাধ্যায়েরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতারের সঙ্গে দেখা করে তাঁর কাছে দাবিপত্র দিয়েছেন। তাঁদের বক্তব্য, কর্মীদের বাঁচাতে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে ‘পিঙ্ক স্লিপ, রেড রেসিস্ট্যান্স’।