CPM kakababu

‘কাকাবাবু’ও ভার্চুয়াল

দলের নেতা সুভাষ চক্রবর্তীর মৃত্যুদিন উপলক্ষে সোমবার এসএফআইয়ের আয়োজনে ভার্চুয়াল সভাই হয়েছে, যেখানে বক্তা ছিলেন বিমান বসু, রমলা চক্রবর্তী, ময়ূখ বিশ্বাসেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ০৬:১৪
Share:

প্রতীকী ছবি।

একে করোনা পরিস্থিতি, তার উপরে এ বার ৫ অগস্ট রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন। তাই কাল, বুধবার মুজফ্‌ফর আহমেদের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে কোনও অনুষ্ঠান করছে না সিপিএম। বাৎসরিক সভার বদলে এ বার ভার্চুয়াল বক্তৃতা করবেন দলের রাজ্য নেতৃত্ব।

Advertisement

দলের নেতা সুভাষ চক্রবর্তীর মৃত্যুদিন উপলক্ষে সোমবার এসএফআইয়ের আয়োজনে ভার্চুয়াল সভাই হয়েছে, যেখানে বক্তা ছিলেন বিমান বসু, রমলা চক্রবর্তী, ময়ূখ বিশ্বাসেরা। এসইউসি-ও এ বার ৫ অগস্ট শিবদাস ঘোষের স্মরণে বাইরে কোনও সমাবেশ করছে না। সে দিন সন্ধ্যায় বাংলায় এবং ১০ তারিখ ইংরেজিতে অনলাইন বক্তৃতা করার কথা দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement