CPM

CPM: রাজ্য সম্মেলনের আগে আন্দোলন-বার্তা সূর্যের

চার বছরে রাজ্য রাজনীতিতে নানা ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মাঝে কোণঠাসা হয়ে পড়ে এখন আবার জমি উদ্ধারে লড়াই চালাচ্ছে বামেরা। ব

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ০৭:১৪
Share:

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ফাইল চিত্র।

চার বছরে রাজ্য রাজনীতিতে নানা ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মাঝে কোণঠাসা হয়ে পড়ে এখন আবার জমি উদ্ধারে লড়াই চালাচ্ছে বামেরা। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরে কলকাতা-সহ রাজ্যের পুরভোটে কিছুটা হলেও বামেদের ভোট বেড়েছে। পাশাপাশি, ভোট কমেছে বিজেপির। এই পরিস্থিতিতে দলের আসন্ন রাজ্য সম্মেলন থেকে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি জোরদার করা হবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি শুক্রবার বলেন, ‘‘গোটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় আন্দোলন, সংগ্রামের পথ সেখানে ঠিক হবে। তার পরে হবে পার্টি কংগ্রেস। সব মিলিয়ে আমাদের কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাব।’’ কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে আগামী ১৫ থেকে ১৭ মার্চ হতে চলেছে সিপিএমের ২৬তম রাজ্য সম্মেলন। প্রয়াত নিরুপম সেনের নামে সম্মেলন-স্থল ও শ্যামল চক্রবর্তীর নামে সম্মেলন মঞ্চের নামকরণ হচ্ছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাট, মানিক সরকার, বৃন্দা কারাট, হান্নান মোল্লা, নীলোৎপল বসু-সহ দলের পলিটবুরো বড় অংশেরই রাজ্য সম্মেলনে উপস্থিত থাকার কথা। রাজ্য সম্মেলন শুরুর আগে ১৩ মার্চ দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement