CPM

জনসংযোগ বাড়ানোর লক্ষ্য রাজ্য সম্মেলনে

সম্মেলন-মঞ্চের নামকরণ করা হবে দলের প্রয়াত সাধারণ সম্পাদক ইয়েচুরির নামে। চণ্ডীতলার গরলগাছায় শুক্রবার অভ্যর্থনা কমিটি গঠন উপলক্ষে সভা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৮:১১
Share:

সিপিএমের রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠনের কর্মসূচিতে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও অন্যান্য নেতৃত্ব। হুগলির গরলগাছায়। —নিজস্ব চিত্র।

দলের আগামী রাজ্য সম্মেলনকে জনসংযোগের প্রসারে কাজে লাগানোর বার্তা দিল সিপিএম। হুগলি জেলার ডানকুনিতে আগামী বছর ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলন উপলক্ষে দলের তরফে ডানকুনির নাম দেওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্য নগর।

Advertisement

সম্মেলন-মঞ্চের নামকরণ করা হবে দলের প্রয়াত সাধারণ সম্পাদক ইয়েচুরির নামে। চণ্ডীতলার গরলগাছায় শুক্রবার অভ্যর্থনা কমিটি গঠন উপলক্ষে সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য প্রমুখ। সভায় সেলিমের বক্তব্য, ‘‘এই সম্মেলনকে ব্যবহার করা হবে জনতার সঙ্গে সংযোগ বাড়ানোর লক্ষ্যে। যাতে আরো বেশি মানুষকে জড়ো করা যায়। বিরোধীদের মধ্যেও যাঁরা বামমনোভাবাপন্ন ব্যক্তি আছেন, তাঁদেরও জড়ো করার প্রয়াস থাকবে। বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে হবে।’’ সিপিএমের হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষকে সম্পাদক ও বর্ষীয়ান মিতালী কুমারকে সভাপতি করে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement