CPIM

আর্থিক অনিয়মে কমিশন সিপিএমে

এ বার রাজ্য কমিটির বৈঠকে জেলা নেতৃত্বের রিপোর্টের কথা জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাজ্য স্তরেই ওই অভিযোগের মীমাংসা করা হবে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২১ ২৩:৩৭
Share:

প্রতীকী ছবি।

দলের নামে থাকা জমি বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের কাজ চালাবে সিপিএমের রাজ্য স্তরের কমিশন। রাজ্য কমিটির সদস্য ও চা-বলয়ের নেতা রবীন রাইয়ের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের প্রেক্ষিতে জলপাইগুড়ি জেলা সিপিএম আগেই কমিশন গড়েছিল। অভিযুক্ত নেতার বক্তব্যও শুনেছে তারা। কিন্তু বিষয়টির ফয়সালা হয়নি। দলীয় সূত্রের খবর, এ বার রাজ্য কমিটির বৈঠকে জেলা নেতৃত্বের রিপোর্টের কথা জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাজ্য স্তরেই ওই অভিযোগের মীমাংসা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement