সোদপুরে আক্রান্ত সিপিএমের দুই পার্টি অফিস, প্রতিবাদ মিছিলে অসীম দাশগুপ্ত

ভোট কাছে আসতেই অশান্তি শুরু উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে। সোদপুরে এক রাতে আক্রান্ত সিপিএমের দু’টি পার্টি অফিস। বাম কর্মী-সমর্থকদের এলাকাছাড়া করে দেওয়া হবে বলে শাসাচ্ছে তৃণমূল, অভিযোগ সিপিএমের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৫:১৮
Share:

সোদপুরে ভাঙচুর হওয়া পার্টি অফিস। —নিজস্ব চিত্র।

ভোট কাছে আসতেই অশান্তি শুরু উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে। সোদপুরে এক রাতে আক্রান্ত সিপিএমের দু’টি পার্টি অফিস। বাম কর্মী-সমর্থকদের এলাকাছাড়া করে দেওয়া হবে বলে শাসাচ্ছে তৃণমূল, অভিযোগ সিপিএমের।

Advertisement

সোদপুরের যে এলাকায় গত কাল হামলা হয়েছে, তা খড়দহ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। পানশিলা এলাকার সাধুর মোড় এবং সুভাষনগর এলাকার পঞ্চাননতলায় সিপিএমের দু’টি পার্টি অফিস ভাঙচুর করে জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। খড়দহের সিপিএম প্রার্থী অসীম দাশগুপ্ত মঙ্গলবার সকালে সুভাষনগর থেকে সাধুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement