—ফাইল চিত্র।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের মঞ্চ থেকেও নিশানা করা হল নরেন্দ্র মোদীকে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে বুধবার নেতাজির ১২৩তম জন্মদিন পালন করেছে কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটি ও বামফ্রন্ট। ভোটের স্বার্থেই প্রধানমন্ত্রী মোদী নেতাজির নামে ‘আবেগ’কে ব্যবহার করতে চাইছেন বলে সরব হয়েছেন বাম নেতারা। তাঁরা এই দিনটি পালন করেছেন ‘দেশপ্রেম দিবস’ হিসেবে। বাম নেতাদের অভিযোগ, নেতাজির ব্যবহৃত সামগ্রী সাজিয়ে-গুছিয়ে সংগ্রহশালা খুলে প্রধানমন্ত্রী মোদী দেখাতে চাইছেন, সব তাঁরই কৃতিত্ব! অথচ ‘দেশপ্রেম দিবস’ ঘোষণায় রাজি হচ্ছে না কেন্দ্রীয় সরকার। পরে মিছিল করে রেড রোডে গিয়ে নেতাজি মূর্তিতে মালা দেন বাম নেতারা। বিধান ভবনে এ দিন নেতাজি জয়ন্তী পালনে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দেবব্রত বসু, মায়া ঘোষেরা। মুখে নেতাজিকে শ্রদ্ধা জানানোর কথা বললেও তাঁর ধর্মনিরপেক্ষতার আদর্শের কোনও মর্যাদাই বিজেপি ও তাদের সরকার দিচ্ছে না বলে সরব হয়েছেন কংগ্রেস নেতারা।