সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী।—ফাইল চিত্র।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী অসুস্থ। জ্বর ও বুকে ‘কনজেশন’-এর সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে উল্টোডাঙার একটি হাসপাতালে। মাঝেমধ্যে শ্বাসকষ্টও হচ্ছে তাঁর। তবে শ্যামলবাবুর কোভিড পরীক্ষা এখনও হয়নি। সিটুর প্রাক্তন রাজ্য সভাপতি শ্যামলবাবুর বিষয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। করোনায় আক্রান্ত সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর অবস্থা এখন স্থিতিশীল। তিনি ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রক্তের পরীক্ষা ও ফুসফুসে কিছু জটিলতা পাওয়া যাওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নার্সিং হোমে ভর্তি করাতে হয়েছে চিকিৎসক ফুয়াদ হালিমকেও। করোনা এবং লকডাউন-পর্বে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ৫০ টাকায় ডায়ালিসিস করাচ্ছিলেন তিনি।