আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে শুক্রবার হুগলির পোলবা-দাদপুর ব্লকের হারিট পঞ্চায়েতে বিজেপি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। প্রতীকী ছবি।
পূর্ব মেদিনীপুরে সম্প্রতি সমবায় নির্বাচনে বিজেপি-সিপিএমের একত্রে লড়াই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। এ বার ‘রামে-বামে হাত ধরাধরি’র ছবি হুগলিতে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে শুক্রবার হুগলির পোলবা-দাদপুর ব্লকের হারিট পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভে সিপিএমের কর্মী এবং তাঁদের দলীয় পতাকাও দেখা গেল।
শুক্রবার বিজেপির লোকেরা মিছিল করে ওই পঞ্চায়েতে যান। স্মারকলিপি দেওয়া হয়। আন্দোলনে দলীয় পতাকা নিয়ে সিপিএমের কিছু কর্মী শামিল হন। নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের নামে জয়ধ্বনি ওঠে মিছিলে। সিপিএমের পতাকা হাতে আন্দোলনে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের মধ্যে আখতার মল্লিক বলেন, ‘‘দলের (সিপিএমের) কাউকে এখন পাশে পাওয়া যায় না। তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে এ ভাবেই দলের নিচুতলায় কর্মীদের বিজেপির সঙ্গে হাত মেলাতে হবে।’’ একই বক্তব্য শম্ভু মিদ্দের।
সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষের দাবি, ‘‘বিজেপি চালাকি করছে। রাস্তার পাশ থেকে আমাদের পতাকা খুলে মিছিল করে দেখাতে চাইছে, সিপিএম কর্মীরা শামিল হয়েছেন। ওখানে সিপিএমের কেউ যোগ দেননি। যাঁরা আমাদের ধ্বংস করতে বদ্ধপরিকর, তাদের সঙ্গে আন্দোলন!’’ বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের বক্তব্য, ‘‘বিজেপি, সিপিএম কোনও দিন এক হতে পারে না। সিপিএম নেতৃত্ব কর্মীদের পাশে নেই বলে, ওঁরা আগামী দিনে বিজেপিতে যোগ দেবেন।’’