CPM

আরএসএস-সহ সঙ্ঘ পরিবারের কাজে নজর, পঞ্চায়েত ভোটের আগে বিশেষ দল সিপিএমের

পঞ্চায়েত ভোটের আগেই আরএসএস-সহ সঙ্ঘ পরিবারের নানা সংগঠনের কাজকর্মের উপরে নজরদারি এবং তার পাল্টা রণকৌশল তৈরি করার লক্ষ্যে আলাদা দল গঠনের সিদ্ধান্ত নিল সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ০৬:৩৭
Share:

পঞ্চায়েত ভোটের আগে বিশেষ দল তৈরি করছে সিপিএম। প্রতীকী ছবি।

লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে আরএসএসের সক্রিয়তা বাড়ছে বলে দলের রাজ্য নেতৃত্বের কাছে উদ্বেগের কথা জানিয়েছিলেন সিপিএমের একাধিক জেলার নেতারা। পঞ্চায়েত ভোটের আগেই আরএসএস-সহ সঙ্ঘ পরিবারের নানা সংগঠনের কাজকর্মের উপরে নজরদারি এবং তার পাল্টা রণকৌশল তৈরি করার লক্ষ্যে আলাদা দল গঠনের সিদ্ধান্ত নিল সিপিএম। প্রাথমিক ভাবে রাজ্য স্তরে চার জনকে বেছে নেওয়া হয়েছিল ওই দায়িত্ব পালনের জন্য। দলের রাজ্য নেতৃত্বে আলোচনার পরে আরও দু’জনকে ওই নজরদারি ও সমীক্ষা-দলে যোগ করার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

আলিমুদ্দিন স্ট্রিটে চলতি মাসেই সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে বেশ কিছু জেলার নেতারা রিপোর্ট দিয়েছিলেন, দুর্নীতি-কেলেঙ্কারির আবহে জনমানসে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। প্রায় সব জেলাতেই বামেদের কর্মসূচিতে এখন ভাল সাড়া মিলছে। বিজেপি জেলা স্তরে বড় সভা করলেও নিচু তলায় তাদের সাংগঠনিক অস্তিত্ব তেমন জোরদার নয়। কিন্তু সক্রিয় হয়েছে আরএসএস। নানা অছিলায় তারা মানুষের মধ্যে বিভাজন উস্কে দিতে চাইছে, মেরুকরণ তৈরি করতে চাইছে বলে জানিয়েছিলেন বলে জেলার সিপিএম নেতৃত্ব। এই পরিস্থিতিতেই ঠিক হয়েছে, বিশেষ একটি দল গঠন করে আরএসএস-সহ সঙ্ঘের কাজকর্মের উপরে নজর রাখা হবে এবং তাদের মোকাবিলার কৌশল আলোচনা করে স্থির করা হবে। এই দলের কাজ হবে মূলত বিশ্লেষণাত্মক। ঘটনা বিশেষে তারা নির্দিষ্ট এলাকায় গিয়ে পরিস্থিতির খোঁজও নেবে।

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘সারা দেশের মতো বাংলাতেও বিভাজন তৈরি করাই সঙ্ঘ পরিবারের উদ্দেশ্য। কোথাও কোথাও আবার তার বিপরীতে তৃণমূলও একই রাজনীতিতে মদত দিচ্ছে। মূলত যুব প্রজন্ম থেকে বেছে নেওয়া একটি দল এই ধরনের কাজকর্মের সমীক্ষা করবে।’’ জেলা স্তরেও প্রয়োজন ভিত্তিতে এমন দল গড়ে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সিপিএম সূত্রের বক্তব্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement