CPIM District Secretary

বিকল্প নেই, সিপিএমে ‘ব্যতিক্রম’ জেলা সম্পাদকে

সিপিএম সূত্রের খবর, মালদহের হবিবপুরে বৃহস্পতিবার সিপিএমের ২৪ তম জেলা সম্মেলন শেষে গঠিত হয়েছে ৫১ জনের জেলা কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৪৪
Share:

সিপিএমের মালদহ জেলা সম্মেলনে ফের জেলা সম্পাদক নির্বাচিত অম্বর মিত্র। হবিবপুরে। নিজস্ব চিত্র।

তিন বারের পরে কোনও কমিটির সম্পাদক পদে আর না থাকাই সিপিএমের সাংগঠনিক নিয়ম। তবে ‘ব্যতিক্রমে’র সংস্থানও আছে দলে। ‘ব্যতিক্রমী’ পরিস্থিতিতেই সিপিএমের মালদহ জেলা সম্পাদক পদে ফের এলেন অম্বর মিত্র। সাধারণ ভাবে তাঁর তিন দফায় জেলা সম্পাদকের দায়িত্ব পালন হয়ে গিয়েছে। দলীয় সূত্রের খবর, বিকল্প গ্রহণযোগ্য মুখ হাতের কাছে না-পেয়েই অম্বরকে ফের জেলা সম্পাদক পদে ফেরানো হয়েছে। সিপিএমে এর পরে যে সব জেলা সম্মেলনে তিন বারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় জেলা সম্পাদক বদল হওয়ার কথা, সেখানে এই ঘটনার প্রভাব পড়বে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে।

Advertisement

সিপিএম সূত্রের খবর, মালদহের হবিবপুরে বৃহস্পতিবার সিপিএমের ২৪ তম জেলা সম্মেলন শেষে গঠিত হয়েছে ৫১ জনের জেলা কমিটি। অম্বর ফের জেলা সম্পাদক হয়েছেন ‘সর্বসম্মত’ ভাবে। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলীয় সূত্রের বক্তব্য, জেলা সম্পাদক পদে পরিবর্তনের জন্য এ বার আলোচনা চলছিল। তবে বিকল্প মুখে সহমত তৈরি হয়নি। তা ছাড়া, প্রথম দিকে অম্বর কিছু দিন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বলে তাঁর তিন বারের মেয়াদ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, নিয়মের এই ‘ফাঁক’ও ছিল। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের অবশ্য বক্তব্য, ‘‘এটা ব্যতিক্রমী পরিস্থিতি বলেই ধরতে হবে। আর তিন বার হয়ে গেলেও সংশ্লিষ্ট কমিটির দুই-তৃতীয়াংশের সমর্থনে কেউ ফের সম্পাদক হতে পারেন, এটা দলের গঠনতন্ত্রেই আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement