CPI(M)

সিপিএম পার্টি কংগ্রেস বাইশের ফেব্রুয়ারিতে

সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে, দলের ২৩ তম পার্টি কংগ্রেস হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ০৪:০৬
Share:

—প্রতীকী চিত্র।

বাংলা ও কেরলের মতো দুই গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য সিপিএমের সম্মেলন-প্রক্রিয়া স্থগিত হয়েছিল আগেই। এ বার আনুষ্ঠানিক ভাবে দলের পার্টি কংগ্রেস পিছিয়ে দিয়ে আগামী বছর ফেব্রুয়ারিতে করার সিদ্ধান্ত হল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির দু’দিনের অনলাইন বৈঠক শেষে হয়েছে রবিবার। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে, দলের ২৩ তম পার্টি কংগ্রেস হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। তবে কোথায় পার্টি কংগ্রেসের আয়োজন হবে, তা ঠিক হয়নি। পার্টি কংগ্রেসের সময় জানিয়ে দিয়ে কেন্দ্রীয় কমিটি বলেছে, দলের নিচু তলার সম্মেলন প্রক্রিয়া শুরু করতে হবে জুলাই-অগস্ট মাসে। অর্থাৎ আসন্ন বিধানসভা ভোটের পর্ব মিটে যাওয়ার পরে। সে ক্ষেত্রে রাজ্য সম্মেলন সেরে ফেলতে হবে ডিসেম্বর-জানুয়ারিতে। দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্যের কথায়, ‘‘পার্টি কংগ্রেস হওয়ার কথা ছিল এই বছর এপ্রিলে। বিধানসভা ভোটের কারণে পার্টি কংগ্রেস ১০ মাস পিছিয়ে দেওয়া হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement