Tanmoy Bhattacharya

শাস্তি কার্যকর হচ্ছে তন্ময়ের

এক মহিলা সাংবাদিকের আনা ‘হেনস্থা’র অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি (আইসিসি) তাদের রিপোর্ট জমা দিয়েছিল সিপিএমের রাজ্য নেতৃত্বের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ০৮:৫২
Share:

তন্ময় ভট্টাচার্য। —ফাইল চিত্র।

প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের শাস্তি অনুমোদিত হল সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে। এক মহিলা সাংবাদিকের আনা ‘হেনস্থা’র অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি (আইসিসি) তাদের রিপোর্ট জমা দিয়েছিল সিপিএমের রাজ্য নেতৃত্বের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতে তন্ময়কে নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্ত হয়েছিল। নিউ টাউনে রবিবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিনে রাজ্যের ওই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। দলের সিদ্ধান্ত মোতাবেক, এখন থেকে ৬ মাস নিলম্বিত থাকবেন তন্ময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement