হলুদ ন্যানো চেপে সিঙ্গুরে ভোট প্রচার রবীন দেবের

ন্যানো গাড়ি চেপে ভোট প্রচারে বেরিয়ে সিঙ্গুরে শিল্পায়নের বার্তা বিলি করলেন বামফ্রন্ট প্রার্থী রবীন দেব। যে সিঙ্গুরের জমি আন্দোলন থেকে তাঁদের চৌত্রিশ বছরের শাসনের ভিতে হাতুড়ি পড়ছিল সেই সিঙ্গুরেই হলুদ ন্যানো গাড়ি করে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরলেন সিপিএমের এই প্রবীণ নেতা।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৮:০১
Share:

ন্যানো চেপে প্রচারে রবীন দেব

ন্যানো গাড়ি চেপে ভোট প্রচারে বেরিয়ে সিঙ্গুরে শিল্পায়নের বার্তা বিলি করলেন বামফ্রন্ট প্রার্থী রবীন দেব। যে সিঙ্গুরের জমি আন্দোলন থেকে তাঁদের চৌত্রিশ বছরের শাসনের ভিতে হাতুড়ি পড়ছিল সেই সিঙ্গুরেই হলুদ ন্যানো গাড়ি করে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরলেন সিপিএমের এই প্রবীণ নেতা। বৃহস্পতিবার বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকায় সকাল ১১ থেকে প্রচার শুরু করেন রবীনবাবু।

Advertisement

কিন্তু, কেন ন্যানো গাড়ি চেপে প্রচার?

রবীন দেবের বক্তব্য, ‘‘ তৃণমূল নেত্রী আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় এসে এক সপ্তাহের মধ্যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেবেন। কিন্তু, এখন ৫০ বছরের গল্প শোনাচ্ছেন। আমি কথা দিয়ে এলাম, বামেরা ক্ষমতায় ফিরলে টাটার কারখানার জমিতেই ফের শিল্প হবে।’’

Advertisement

আরও পড়ুন

তৃণমূলকে হারাতে সব করব, বার্তা সিপিএমের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement