রেশন কার্ড, ভোটার তালিকায় সহায়তা

নতুন রেশন কার্ডের আবেদন নেওয়ার জন্য ব্লকে ব্লকে এখন শিবির চালাচ্ছে রাজ্য সরকার। ভোটার তালিকায় এ বার শুধু সংশোধন বা সংযোজনই নয়, যাচাইয়ের কাজও হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২২
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা প্রশ্নে প্রতিবাদ-আন্দোলন যেমন চলছে, চলবে। কিন্তু শুধু প্রতিবাদেই না থেমে রেশন কার্ড ও ভোটার তালিকার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহায়তা দেওয়ার জন্য দলের কর্মীদের সক্রিয় হওয়ার পরামর্শ দিল সিপিএম। নতুন রেশন কার্ডের আবেদন নেওয়ার জন্য ব্লকে ব্লকে এখন শিবির চালাচ্ছে রাজ্য সরকার। ভোটার তালিকায় এ বার শুধু সংশোধন বা সংযোজনই নয়, যাচাইয়ের কাজও হবে। ভোটার তালিকা যাচাইয়ের জন্য কী পদ্ধতি নেওয়া হচ্ছে, জেলাশাসকের দফতর থেকে তা বুঝে নিয়ে আম জনতাকে প্রয়োজনে দলের কর্মীরা যাতে সাহায্য করেন, সেই পরামর্শ সব জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছে আলিমুদ্দিন। একই ভাবে রেশন কার্ডের জন্য আবেদনপত্র পূরণ বা অন্য কাজেও মানুষকে সহায়তা দিতে কর্মীদের আহ্বান জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement