Corporation Election

পুরভোট অবাধ চেয়ে কমিশনে সিপিএম

  শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, পলাশ দাস, সুখেন্দু পাণিগ্রাহী-সহ রাজ্য সিপিএমের প্রতিনিধি দল বুধবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করে ওই প্রশ্ন তোলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৪:০৬
Share:

ফাইল চিত্র।

গত বারের পুরভোটের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে সক্রিয় হওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল রাজ্য সিপিএম। তাদের প্রশ্ন, গত বার পুর নির্বাচন ইভিএমে হওয়া সত্ত্বেও ব্যাপক কারচুপি এবং ভোট লুঠের অভিযোগ উঠেছিল। পঞ্চায়েত ভোটের নজিরও সামনে রয়েছে। তা হলে এ বার পুরভোট ব্যালটে হলে কী ভাবে কারচুপি এবং ভোট লুঠ ঠেকানো যাবে? শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, পলাশ দাস, সুখেন্দু পাণিগ্রাহী-সহ রাজ্য সিপিএমের প্রতিনিধি দল বুধবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করে ওই প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, সৌরভবাবু তাঁদের জানিয়েছেন, ব্যালটে পুরভোট করার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরও আলোচনা হবে। সিপিএম এ দিন কমিশনে সর্বদল বৈঠকের দাবি জানিয়ে এসেছে। অশোকবাবুর আরও অভিযোগ, পুরভোটের জন্য ওয়ার্ডের যে খসড়া সংরক্ষণ তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বেশ কিছু জেলায় আমলাদের প্রভাব খাটিয়ে শাসক দলের সুবিধেমতো সংরক্ষণ করা হচ্ছে। সে বিষয়েও সৌরভবাবুকে জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement