বিহারে সিপিআইএমএল -এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
বিহার ভোটে জয়ী দলীয় বিধায়কদের বুধবার কলকাতায় সম্বর্ধনা দেবে সিপিআইএমএল (লিবারেশন)। সম্বর্ধনার পাশাপাশি একটি জনসভাতেও অংশ নেবেন ওই বিধায়করা।
বিহার বিধানসভা নির্বাচনে সবচেয়ে চমকে দেওয়া ফল করেছে লিবারেশন। আরজেডি জোটের হয়ে ১৯টি আসনে প্রার্থী দিয়ে ১২টিতেই জয় ছিনিয়ে এনেছে তারা। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের কথায়, "সংবিধানের বিভিন্ন অধিকারগুলো কী ভাবে বিহার নির্বাচনের এজেন্ডা হয়ে উঠল, সেই অভিজ্ঞতা আমরা বাংলার যুব আন্দোলনে ছড়িয়ে দিতে চাই।"
বৃহত্তর বাম জোটের শরিক হলেও বাংলার ভোটে লিবারেশনের চিন্তাধারার সঙ্গে পার্থক্য রয়েছে সিপিএম-এর। বাংলায় বামেদের প্রধান প্রতিপক্ষ কে? লিবারেশন মনে করছে, বাংলায় বামেদের প্রধান প্রতিপক্ষ হওয়া উচিত বিজেপি। তবে তৃণমূলের বিরুদ্ধেও জোরের সঙ্গে বলতে হবে।
আরও পড়ুন: প্রচারের প্রশিক্ষণ, রাজ্য বিজেপি-কে নড্ডার সফরই সম্বিতের ‘হোমটাস্ক’
দলের ছাত্র ও যুব সংগঠনের ডাকে বুধবারের সমাবেশ হচ্ছে। সমাবেশের মূল স্লোগান ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’।
বুধবারের সমাবেশে দীপঙ্কর ভট্টাচার্য-সহ বিহারে দলের ৫ জয়ী বিধায়ক উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: সভা চলাকালীন নন্দীগ্রামে ভেঙে পড়ল তৃণমূলের প্রতিবাদী মঞ্চ