‘তাঁর যে উদ্যোগ এবং প্রচেষ্টা, আমি মনে করি এটা খুব প্রশংসনীয়।’ ফাইল ছবি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেও, রাজনীতিবিদ মমতার প্রশংসাই শোনা গেল বামপন্থী শীর্ষনেতার গলায়। বললেন, ‘‘মমতা যে ভাবে ঝুঁকি নিয়ে রাজনীতি করেন তার জন্য প্রশংসা প্রাপ্য।’’
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপঙ্কর বলেন, ‘‘ওঁর রাজনীতি নিয়ে আমার সঙ্গে মতপার্থক্য আছে। মুখ্যমন্ত্রী হিসেবে যদি দেখি তা হলে অনেক প্রশ্ন আছে। নিয়োগে দুর্নীতি, লকডাউনে মানুষের কষ্ট, গণতন্ত্রের উপর আক্রমণ নিয়ে আমাদের বক্তব্য আছে। কিন্তু এটা বলব, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক জন রাজ-নেতা, যাঁর উদ্যোগ আছে। প্রচণ্ড উদ্যোগী এক জন নেতা। এবং সেই দিক থেকে বলতে গেলে এ রকম উদাহরণ কম আছে। কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজস্ব পার্টি গড়ে তুলে এ ভাবে উঠে আসা… তাঁর যে উদ্যোগ এবং প্রচেষ্টা, আমি মনে করি এটা খুব প্রশংসনীয়।’’
দীপঙ্কর আরও বলেন, ‘‘হেরে যেতে পারেন এটা জেনেও যে ভাবে ঝুঁকি নিয়ে তিনি নন্দীগ্রাম থেকে লড়লেন এবং দুটো আসনে লড়লেন না, এই ঝুঁকিটা আজকের বিরোধী রাজনীতিতে খুব দরকার। যে ঝুঁকি নিয়ে মমতা রাজনীতিটা করেন এটা ভাল, প্রশংসনীয়।’’