Farmers Protest

কৃষি আইনের বিরুদ্ধে বারাসতে পথে বাম-কংগ্রেস জোট

দেশজুড়ে সমস্ত কৃষকের স্বার্থে যে আন্দোলন চলছে, তাতে বাংলার কৃষকদের সামিল করতেই এই মিছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২১:৩০
Share:

বাম কংগ্রেসের ষৌথ মিছিল।—নিজস্ব চিত্র

দেশ জুড়ে কৃষকরা এককাট্টা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে। সেই বার্তা দিতেই দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে বারাসতে মিছিল করল বাম-কংগ্রেস জোট।

Advertisement

সাধারণ চাষীদের যা সহায় সম্বল, সেই লাঙ্গল, ট্রাক্টর, আর্থ মুভার নিয়েই নিয়ে অসহায় কৃষকদের স্বার্থ রক্ষার সমর্থনে পথে নামল বাম-কংগ্রেস জোট। রবিবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চব্বিশ পরগনা জেলা সদর বারাসতের ময়না থেকে যৌথ অন্দোলনের সূচনা হয়। প্রতিবাদ মিছিল এসে থামে বারাসাত শহরের প্রাণকেন্দ্রে।

বাম ও কংগ্রেস নেতারা জমায়েতের উদ্দেশে বলেন, দিল্লির তীব্র ঠান্ডা উপেক্ষা করে দেশজুড়ে সমস্ত কৃষকের স্বার্থে যে আন্দোলন চলছে, তাতে বাংলার কৃষকদের সামিল করতেই এই মিছিল। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় পুঁজিবাদী শক্তির বিরোধিতা, কৃষকদের মৃত্যু ও কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এ জন্যই রাস্তায় নেমে চলছে বৃহত্তর প্রতিবাদ আন্দোলন যা আগামী দিনে আরও বৃহত্তর মাত্রা নেবে।’’

Advertisement

আরও পড়ুন : ওয়েলিংটন খুললেও কাজ কম, পরে মিটল সমস্যা

বারাসাতের ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল করে হুঙ্কার দেন বাম নেতারা। পরে বারাসাতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে, বারাসাত ব্যারাকপুর রোডের সংযোগস্থলের অদূরে, ৩০ মিনিট পথ অবরোধ করে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করেন তাঁরা।

আরও পড়ুন : বেহাল স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মীর দেখা নেই অধিকাংশ দিনই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement