CPI

আদানি, বাংলাদেশ নিয়ে প্রতিবাদে সিপিআই

যৌথ সংসদীয় কমিটি তৈরির (জেপিসি) দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছিল সিপিআইয়ের জাতীয় পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৪
Share:

সিপিআইয়ের প্রতিবাদ দিবস। কলকাতায়। — নিজস্ব চিত্র।

বাংলাদেশ প্রশ্নে এ বার পথে নামল সিপিআই-ও। পড়শি দেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মণিপুরে হিংসা বন্ধ, আদানি-কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তৈরির (জেপিসি) দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছিল সিপিআইয়ের জাতীয় পরিষদ।

Advertisement

সিপিআইয়ের প্রতিবাদ দিবস। কলকাতায়। — নিজস্ব চিত্র।

তারই অংশ হিসেবে মঙ্গলবার কলকাতাতেও পথে নেমেছিল তারা। দলের কলকাতা জেলা পরিষদের ডাকে এ দিন ঢাকুরিয়া, শ্যামবাজার, পার্ক সার্কাস, চেতলা, বেহালা-সহ শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও সমাবেশ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement