CPI

চাকরি-প্রার্থীদের পাশে সিপিআই

অবস্থানরত চাকরি-প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন সিপিআইয়ের দুই চিকিৎসক সলিল চৌধুরী ও তমোনাশ ভট্টাচার্য। ছিলেন দলের শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ০৭:২১
Share:

চাকরি-প্রার্থীদের অবস্থানে সিপিআই প্রতিনিধিরা। নিজস্ব চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরি-প্রার্থীদের সমর্থনে তাঁদের সঙ্গে অবস্থানে শামিল হলেন সিপিআই নেতারা। গান্ধী মূর্তির কাছে চাকরি-প্রার্থীদের অবস্থান ৬১৬ দিনে পড়েছে। সেখানেই রবিবার দিনভর অবস্থানে ছিলেন সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব, কাউন্সিলর মধুছন্দা দেব, যুব সংগঠন এআইওয়াইএফের কলকাতা জেলা সম্পাদক ইন্দ্রজিৎ মল্লিক। অবস্থানরত চাকরি-প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন সিপিআইয়ের দুই চিকিৎসক সলিল চৌধুরী ও তমোনাশ ভট্টাচার্য। ছিলেন দলের শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাও। প্রবীরবাবুরা জানিয়েছেন, অবস্থানকারীদের মেডিক্যাল সহায়তা চালিয়ে যাবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement