Covid Vaccines

আসানসোলের ইএসআই হাসপাতালেও মিলছে না টিকা, লাইনে দাঁড়িয়ে ফিরে যাচ্ছেন বহু মানুষ

বৃহস্পতিবার সকালে একই ঘটনা ঘটল আসানসোলের ইএসআই হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৭:২২
Share:

আসানসোলের ইএসআই হাসপাতালে টিকা দেওয়ার লাইন। বৃহস্পতিবার। -নিজস্ব চিত্র।

কোভিড টিকা দেওয়া নিয়ে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিযোগ, সব স্বাস্থ্যকেন্দ্রে টিকা পাওয়া যাচ্ছে না। কোনও কোনও জায়গায় প্রথম ডোজই দেওয়া হয়নি। কোথাও কোথাও দ্বিতীয় ডোজ দেওয়া হলেও সেখানে কোনও দিন টিকা দেওয়া হচ্ছে, কোনও দিন দেওয়া হচ্ছে না। ভোর থেকে লাইন দিয়ে যখন জানতে পারা যাচ্ছে টিকা দেওয়া হবে না, তখন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে একই ঘটনা ঘটল আসানসোলের ইএসআই হাসপাতালে। ভোর থেকে বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন টিকা নেওয়ার জন্য। বহু ক্ষণ লাইনে দাঁড়ানোর পর তাঁরা জানতে পারেন টিকা দেওয়া হবে না। হাতে কুপন থাকা সত্ত্বেও তাঁদের ফিরে যেতে হয়। শুক্রবার কি তাঁরা টিকা পাবেন? এই প্রশ্নেরও উত্তর দিতে পারেননি হাসপাতালের কর্মী, কর্তারা। এক কর্মীকে বলতে শোনা যায়, ‘‘টিকা যদি আসে, পাবেন।’’

হাসপাতালের কোনও আধিকারিককেই সকালে দেখা যায়নি। তাই তাঁদের কাছ থেকে কি‌ছুই জানতে পারেননি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন। ফলে, শুক্রবার ভোর থেকেই আবার তাঁদের দাঁড়াতে হবে লাইনে, টিকা দেওয়ার জন্য।

Advertisement

ইএসআই হাসপাতালের ফার্মাসিস্ট কুণাল চট্টোপাধ্যায় জানান, যাঁরা অনলাইনে ‘বুক’ করে এসেছেন, তাঁদেরই আগে টিকা দেওয়া হচ্ছে। টোকেন নিয়ে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে যদি কেউ বাকি থাকেন, তাঁদের পরের দিন দেওয়া হবে। জোগানের তুলনায় চাহিদা বেশি হওয়ার জন্যই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কয়েক দিনের মধ্যেই অশান্তি মিটে যাবে বলে আশা করছেন বলে তিনি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement