করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ, এই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার দুই স্বাস্থ্যকর্তার অপসারণ চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন শাসকদল তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
গত বৃহস্পতিবার মুখ্যসচিবকে একটি চিঠিতে তৃণমূল সাংসদ দিব্যেন্দু লিখেছেন, ‘অতিমারির দ্বিতীয় ঢেউ যখন ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন আমি পূর্ব মেদিনীপুরে সরকারি স্বাস্থ্য পরিষেবা দেখে যারপরনাই ব্যথিত। জেলার সরকারি হাসপাতালগুলিতে বেশির ভাগ স্বাস্থ্যকর্তার কাজের প্রতি ঔদাসীন্য, নিয়মানুবর্তিতার অভাব চোখে পড়ছে। পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার দুই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিয়মানুবর্তিতার অভাব ও কাজের প্রতি ঔদাসীন্য উল্লেখযোগ্য’।
অবিলম্বে ওই দুই স্বাস্থ্যকর্তার অপসারণ দাবি করেছেন দিব্যেন্দু।
চিঠির কপি তিনি পাঠিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমকেও।