Locket Chatterjee

হাসপাতাল থেকে ফিরলেন লকেট

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরও তিনিই টুইট করে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২০ ০৬:৩৫
Share:

লকেট চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুধবার। করোনা নিয়ে দক্ষিণ কলকাতার ই এম বাইপাসের একটি হাসপাতালে লকেট ভর্তি হন গত ৩ জুলাই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরও তিনিই টুইট করে জানিয়েছেন। টুইটে লকেট লিখেছেন, ‘‘আমি সেরে উঠছি। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা আমাকে দারুণ যত্ন করেছেন। তাঁদের অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এখন আমি কিছু দিন কোয়রান্টিনে থাকব।’’ লকেটের হৃদ্‌যন্ত্রে স্টেন্ট থাকায় করোনা সংক্রমণের পরে তাঁকে চিকিৎসকেরা দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেখানে তাঁর অন্যান্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক আসায় এ দিন তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ফোন করে লকেটের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও লকেটের খোঁজ নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement