— প্রতীকী চিত্র।
আবাস প্রকল্পে নির্মাণ সামগ্রীর দাম এবং জোগানে নজর রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার সব জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের দাবি, সেই বৈঠকেই সরকারের বার্তা, একসঙ্গে বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে। তাই প্রচুর নির্মাণ সামগ্রীর প্রয়োজন। এই অবস্থায় দাম যাতে আচমকা না বেড়ে যায়, তা খেয়াল রাখতে হবে জেলা প্রশাসনগুলিকে।
একসঙ্গে ১২ লক্ষ বাড়ি তৈরি হবে রাজ্যে। আধিকারিকদের অনুমান, এর ফলে নির্মাণ সামগ্রীর চাহিদাও বাড়বে। এই অবস্থায় কালোবাজারি বা অবৈধ মজুতের সম্ভাবনা যাতে তৈরি না হয়, সে দিকে নজর দেওয়ার বার্তা দিতে চেয়েছেন মুখ্যসচিব। সূত্রের খবর, আবাস নির্মাণের অগ্রগতির দিকেও নজর রাখার বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কর্তাদের। সরকারি বিধি মেনে বাড়ি তৈরির ধাপগুলি ছবি-সহ নথিবদ্ধ করতে হবে প্রত্যেক জেলাকে। প্রসঙ্গত, ইতিমধ্যেই নির্মাণ সামগ্রীর স্বাভাবিক জোগান এবং দাম নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন জেলাশাসকেরা। গোটা প্রক্রিয়ার উপর বিডিওদের নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, আবাস প্রকল্পে প্রায় ১২ হাজার উপভোক্তার নিজস্ব জমি না থাকায় সমস্যা হচ্ছে। সরকারের তরফে তাঁদের পাট্টা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বার্তাও দেওয়া হচ্ছে জেলাগুলিকে।
আবাসের পাশাপাশি জল জীবন মিশনের অগ্রগতিও নজরে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। শুরু হতে চলা দুয়ারে সরকারের শিবিরগুলিতে বহু মানুষ যোগাযোগ করবেন। তাই শিবিরগুলিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখতে জেলা-কর্তাদের বলা হয়েছে।