West Bengal Lockdown

Lockdown in West Bengal: চালু থাকবে টিকাকরণ, তবে টিকাকেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করে নিতে হবে নিজেদের

নিজের গাড়ি নিয়ে টিকাকেন্দ্রে যেতে পারবেন সাধারণ মানুষ। ট্যাক্সি, অটো ভাড়া করেও যেতে পারবেন। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৪:০৯
Share:

করোনা পরিস্থিতিতে নতুন করে কড়াকড়ি চালু হলেও, টিকাকরণ চালু থাকবে আগের মতোই। টিকাকরণ যে হেতু জরুরি পরিষেবার আওতায় পড়ছে, তাই টিকাকরণ কেন্দ্রগুলি খোলা থাকবে। তবে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে নিজেদেরই।
ট্রেন পরিষেবা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যে। শনিবার যে নির্দেশিকা সামনে এনেছে নবান্ন, তাতে বাস, মেট্রো, অটো, ট্যাক্সি চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও বেরোতে নিষেধ করা হয়েছে।
তবে টিকাকেন্দ্রে টিকা নিতে যাওয়ার জন্য তাতে ছাড় দেওয়া হয়েছে। নিজের গাড়ি নিয়েও টিকাকেন্দ্রে যেতে পারবেন সাধারণ মানুষ। আবার ট্যাক্সি, অটো বা গাড়ি ভাড়া করেও যেতে পারবেন। তবে সব ক্ষেত্রেই মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। বাড়ির কাছে টিকাকেন্দ্র থাকলে হেঁটেই যেতে পারবেন সাধারণ মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement