COVID19

Covid 19: রাজ্যে ক্রমশ কমতির পথে করোনা সংক্রমণ, শেষ ২৪ ঘণ্টায় হয়নি একটিও মৃত্যু

ত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে এক জনেরও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ০১:৩২
Share:

ফাইল ছবি।

রাজ্যে আবার সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া দৈনিক বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হলেন মোট ২০ লক্ষ ১৭ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে এক জনেরও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২০০ রয়েছে।

বাংলায় ক্রমশ কমতির পথে করোনা সংক্রমণ। লাগাতার কয়েক দিন ধরে কমছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুও প্রায় নেই বললেই চলে। স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৯ হাজার ২৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ০.২৫ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement