রাজ্যের জারি করা টিকাকরণের নির্দেশে বলা হয়েছে, ছোটদের টিকা দেওয়া হবে বিশেষ ভাবে চিহ্নিত কেন্দ্রেই। এবং তা মিলবে কেবলমাত্র সরকারি কোভিড টিকাকরণ কেন্দ্রেই। ২৮ দিনের ব্যবধানে দু’বার এই টিকা দেওয়া হবে।
ফাইল চিত্র।
২১ মার্চ, সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনার টিকাকরণ কর্মসূচি। টিকা নেওয়ার জন্য কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে। আবার সরাসরি সরকারি টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবে ছোটরা। বুধবার থেকেই গোটা দেশে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। এই বয়স-বন্ধনীর ছোটদের কেবলমাত্র কর্বিভ্যাক্স টিকাই দেওয়া হবে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিবের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সিরা বাড়ির বড়দের মোবাইলে থাকা কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে পারবে। ‘ইউনিক মোবাইল নম্বর’ দিয়ে নতুন করেও অ্যাকাউন্ট খুলেও নাম নথিভুক্ত করা যাবে। অনলাইন এবং অফলাইন— দু’ভাবেই অ্যাপয়েন্টমেন্ট করা যাবে।
রাজ্যের জারি করা টিকাকরণের নির্দেশে বলা হয়েছে, ছোটদের টিকা দেওয়া হবে বিশেষ ভাবে চিহ্নিত কেন্দ্রেই। এবং তা মিলবে কেবলমাত্র সরকারি কোভিড টিকাকরণ কেন্দ্রেই। ২৮ দিনের ব্যবধানে দু’বার এই টিকা দেওয়া হবে।