COVID Restriction

Covid Restrictions in Bengal: বন্ধ স্কুল-কলেজ, আংশিক বন্ধ ট্রেন, কোভিড মোকাবিলায় রাজ্যে একগুচ্ছ বিধিনিষেধ

গত ছয় দিনে দৈনিক আক্রান্ত ১০ গুণ বেড়েছে রাজ্যে। এমনকি দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্ত দু’হাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:০১
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৬:৫১

১৫ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে

কোভিড পরিস্থিতিতে ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধগুলি বহাল থাকবে। 

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৬:২৬ key status

খাবার এবং প্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারি চালু থাকবে

বিধিনিষেধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারিতে। তবে সব ক্ষেত্রে অবশ্যই কোভিডবিধি মেনে চলতে হবে।

Advertisement
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৬:২৪ key status

পিছিয়ে গেল দুয়ারে সরকার কর্মসূচি

পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার কর্মসূচি। ২ জানুয়ারির পরিবর্তে তা শুরু হবে ১ ফেব্রুয়ারি।

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:৩৯ key status

৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ

সর্বাধিক ২০০ জন বা কোনও সভাগৃহের মোট আসনের ৫০ শতাংশের বেশি লোক নিয়ে সভা-সমাবেশ এবং বৈঠক করা যাবে না।

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:৩২ key status

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকবে। কোনও রকম জমায়েত করা যাবে না। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি পরিষেবাকে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।

 

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:২৮ key status

সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক নয়

বিয়ে এবং সমস্ত রকম সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোকের জমায়েত নয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০ জনের বেশি লোক যেতে পারবেন না।

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:২৬ key status

মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে চালানো যাবে সিনেমা হল, থিয়েটার

মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে চালানো যাবে সিনেমা হল, থিয়েটার। রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। 

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:২২ key status

রাত ১০টার পর বন্ধ শপিং মল, বাজার

৫০ শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে শপিং মল এবং বাজার। রাত ১০টার পর আর খোলা যাবে না শপিং মল, বাজার।

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:১৯ key status

সরকারি এবং বেসরকারি অফিসে ৫০% কর্মী নিয়ে কাজ

সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে।

 

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:১১ key status

সন্ধে ৭টার পর রাজ্যে সব লোকাল ট্রেন বন্ধ

সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। তবে চলবে দূরপাল্লার ট্রেন।

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:০৯ key status

বন্ধ থাকবে সুইমিং পুল, পার্ক, সেলুন, পর্যটনকেন্দ্র

সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন। বন্ধ থাকবে সমস্ত রকম বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পর্যটনকেন্দ্র।

 

 

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:০৬ key status

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে

সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:০৪ key status

সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না

রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বলেন, “সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে নামতে দেওয়া হবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement