গ্রাফিক: সনৎ সিংহ।
কোভিড পরিস্থিতিতে ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধগুলি বহাল থাকবে।
বিধিনিষেধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারিতে। তবে সব ক্ষেত্রে অবশ্যই কোভিডবিধি মেনে চলতে হবে।
পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার কর্মসূচি। ২ জানুয়ারির পরিবর্তে তা শুরু হবে ১ ফেব্রুয়ারি।
সর্বাধিক ২০০ জন বা কোনও সভাগৃহের মোট আসনের ৫০ শতাংশের বেশি লোক নিয়ে সভা-সমাবেশ এবং বৈঠক করা যাবে না।
রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকবে। কোনও রকম জমায়েত করা যাবে না। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি পরিষেবাকে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।
বিয়ে এবং সমস্ত রকম সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোকের জমায়েত নয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০ জনের বেশি লোক যেতে পারবেন না।
মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে চালানো যাবে সিনেমা হল, থিয়েটার। রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
৫০ শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে শপিং মল এবং বাজার। রাত ১০টার পর আর খোলা যাবে না শপিং মল, বাজার।
সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে।
সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। তবে চলবে দূরপাল্লার ট্রেন।
সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন। বন্ধ থাকবে সমস্ত রকম বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পর্যটনকেন্দ্র।
সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।