মাস্ক না পরায় বুধবার ২১ জনকে আটক করল বনগাঁ পুলিশ। নিজস্ব চিত্র।
সতর্ক করে লাভ হয়নি। এ বার থানায় নিয়ে গিয়ে আটক করা হল করোনা সুরক্ষা বিধি লঙ্ঘনকারীদের। মাস্ক না পরায় বুধবার ২১ জনকে আটক করল বনগাঁ পুলিশ।
বুধবার বনগাঁ থানার এসডিপিও অশেষবিক্রম দস্তিদার এবং আইসি সূর্যশেখর মণ্ডলের নেতৃত্বে করোনা সুরক্ষাবিধি অভিযান চালানো হয় বনগাঁয়। মাস্ক না পরে রাস্তায় দেখলেই এদিন পথচারীদের ডেকে মাস্ক পরায় পুলিশ। ২১ জনকে আটক করে। অনেককে আবার রাস্তার পাশে নিয়ে গিয়ে কান ধরে ওঠবোস করাতেও দেখা যায় পুলিশকে।
এসডিপিও এই অভিযান প্রসঙ্গে বলেন, ‘‘গত তিন দিন ধরেই শহরের এলাকায় ঘুরে ঘুরে করোনা সুরক্ষাবিধি অভিযান চালানো হচ্ছে। প্রথম দিন ডেকে সতর্ক করা হয়েছিল। সুরক্ষা বিধি না মানায়, পরের দিন মাস্ক পরানোও হয়েছিল অনেককে। তাতে অনেকটাই কাজ হয়েছে। তবে যাঁরা তারপরেও মাস্ক পরেননি, তাঁদের আটক করা হয়েছে।’’
অশেষের কথায়, ‘‘রাজ্যে যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে, হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না, তাতে নিজেরা সতর্ক না হলে পরিস্থিতি আরও খারাপ দিকে এগোবে। সে কথা মাথায় রেখেই এই সতর্কতা অভিযান।’’
বস্তুত বনগাঁ-সহ উত্তর ২৪ পরগণা জেলা রাজ্যে সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩৮২১ জন আক্রান্ত হয়েছেন। আর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭৮ জন।
এই পরিস্থিতিতে বনগাঁ-র পৌরসভা ও ব্যবসায়ী সমিতিও নিজেদের উদ্যোগেই রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এ ব্যাপারে মাইকে প্রচারও চালানো হয়েছে ব্যবসায়ী সমিতির তরফে।