নিজস্ব চিত্র।
উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে কোভিড টিকার আকাল দেখা দিয়েছে। এই মুহূর্তে সব থেকে বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা। প্রথম ডোজের পরে যে সময় বেঁধে দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, সেই সময় পার হয়ে যাওয়ার পরেও হাসপাতালে এসে টিকা পাচ্ছেন না। অনেকে এমন অভিযোগ করছেন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক সরকারি হাসপাতালের বিরুদ্ধে।
রবিবার সকালে দেখা যায় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে টিকা দেওয়ার সেন্টারে তালা মারা রয়েছে। প্রতিদিন নিয়ম করে টিকা মিলছে না বলে অভিযোগ। এই প্রসঙ্গে টিকা নিতে আসা ৭০ বছরের বৃদ্ধা লক্ষ্মী কাহার বলেন, ‘‘গত মাসে টিকা নিয়েছিলাম। এখন এসে শুনছি টিকা দেবে না। কী করব বুঝতে পারছি না। আমাকে আবার মঙ্গলবার আসতে বলেছে।’’
টিকার প্রথম ডোজ নেওয়া জ্যোৎস্না দত্ত আবার বলেন, ‘‘প্রথম ডোজ নেওয়ার পরে আমাকে ৩ তারিখ আসতে বলেছিল। আসতে পারিনি। আজ বলছে টিকা দেবে না। আমার ৪২ দিন হয়ে গিয়েছে। কবে টিকা দেবে জানি না। আতঙ্ক লাগছে। আবার কখনও অসুস্থ হয়ে পড়ব কিনা কে জানে।’’
যদিও এই বিষয়ে দেগঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক সৃঞ্জয় চন্দ্র বলেন, ‘‘জেলা স্বাস্থ্য দফতর থেকে যে পরিমাণ ডোজ দেওয়ার কথা ছিল তা পাওয়া যায়নি। তাই টিকা দেওয়া বন্ধ রয়েছে। যাঁরা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তাঁদের দ্বিতীয় ডোজ তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করছি।’’