ফাইল ছবি।
শনিবারের তুলনায় বাংলায় সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২৩। শনিবার যা ছিল ১৩৯। প্রসঙ্গত, প্রায় তিন মাস পর গত শুক্রবার বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একশো পেরিয়েছিল। তার পর থেকে রবিবার পর্যন্ত তা রইল একশোর উপরেই। তবে এ দিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই।
এ বছরের একে বারে গোড়া থেকে আক্রান্তের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছিল। কিন্তু তার পর তা স্তিমিত হয়ে যায়। দৈনিক সংক্রমণ নেমে আসে একশোর তলায়। দীর্ঘদিন পর গত শুক্রবার তা আবার একশো পেরোয়। শনিবার আরও বেড়ে ১৩৯ জন সংক্রমিত হন। রবিবার সামান্য কমে দৈনিক সংক্রমিতের সংখ্যা হল ১২৩। রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন মোট ২০ লক্ষ ২০ হাজার ২৯৬ জন। মোট ৫৪ জন করোনা থেকে সেরে উঠে বাড়ি ফিরেছেন।
রাজ্যে দৈনিক সংক্রমণের হার লাগাতার পাঁচ দিন ধরে ১ শতাংশের বেশি। শনিবার তা ছিল ১.৮২ শতাংশ। রবিবার তা সামান্য কমে হয়েছে ১.৬০ শতাংশ। বাংলায় এই মুহূর্তে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৭৩১ জন।
স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার রাজ্যে ৭ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৩৫ হাজারের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে।