দুর্গাপুর থেকে দিল্লির পথে ‘অক্সিজেন এক্সপ্রেস’। নিজস্ব চিত্র।
করোনা পরিস্থিতির মোকাবিলায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ‘স্টিল অথরিটি অফ ইন্ডিয়া’ (সেল)-র ইস্পাত কারখানা(ডিএসপি) থেকে তরল অক্সিজেন পাঠানো হল দিল্লিতে।
দুর্গাপুরের সগরভাঙ্গায় সেলের জোনাল সেন্টার থেকে শুক্রবার কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ৬ টি ‘অক্সিজেন এক্সপ্রেস’ কন্টেনার রওনা হয়। রেলের রেকের মাধ্যমে মেডিক্যাল অক্সিজেন বোঝাই ওই কন্টেনারগুলি দিল্লি যাবে।
সেল সূত্রের খবর, প্রতিটি কন্টেনারে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন রয়েছে। অর্থাৎ দিল্লির কোভিড আক্রান্তদের চিকিৎসায় মোট ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা হচ্ছে ভারতীয় রেল। কন্টেনারগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনার সময় উপস্থিত ছিলেন সেলের আধিকারিক-সহ কন্টেনার কর্পোরেশনের প্রতিনিধিরা। প্রসঙ্গত, শুক্রবার সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লিকে প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য উপকরণ সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রকে।