COVID-19

COVID-19: রাজ্যে করোনার নতুন আক্রান্ত ৬০-এর বেশি, সামান্য কমল দৈনিক সংক্রমণের হার

এই মুহূর্তে ৪৩২ জন সক্রিয় রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ৪১০ জন গৃহ নিভৃতবাসে এবং বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ২১:৪৬
Share:

ফাইল চিত্র।

এপ্রিলের পর রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় তা ৬০-র গণ্ডি পার করল। তবে দৈনিক সংক্রমণের হার সামান্য নিম্নমুখী হয়েছে। ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে। গত দু’দিনই করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৫০-এর গণ্ডি পার করেছিল।

বস্তুত, ২ এপ্রিলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে দৈনিক সংক্রমণ ছিল ৭০। তার পর থেকে সংক্রমণ নিম্নমুখী হলেও গত ২৪ ঘণ্টায় ৬০-এর বেশি আক্রান্ত হলেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ২০,১৯,৭৪৭। যদিও এই মুহূর্তে ৪৩২ জন সক্রিয় রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ৪১০ জন গৃহ নিভৃতবাসে এবং বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ৩৭,৪৯০ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement