by election

By-Election: উপনির্বাচনের ফল ঘোষণা আজ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ০৬:২৭
Share:

প্রতীকী চিত্র।

বিধানসভা ভোট এবং তার পরে আরও তিনটি কেন্দ্রের মতোই তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত থাকবে, না কি বিজেপি তাদের জমি রক্ষা করতে পারবে, সেই প্রশ্নের উত্তর জানা যাবে আজ, মঙ্গলবার। চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট-গণনা হবে আজ। চার জেলার চার কেন্দ্রেই সকাল থেকে বৈদ্যুতিন ভোটযন্ত্রে গণনা শুরু হবে। দুপুরের মধ্যে ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার কথা। যে চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে খড়দহ ও গোসাবায় ৬ মাস আগে বিধানসভা ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। দুই কেন্দ্রেরই বিধায়ক প্রয়াত হওয়ায় উপনির্বাচন হয়েছে। অন্য দু’টি কেন্দ্র দিনহাটা ও শান্তিপুরে বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি। ওই দুই কেন্দ্রে জয়ী দু’জনই বিজেপির সাংসদ, বিধানসভায় ভোটে জিতে তাঁরা বিধায়ক-পদ ছেড়ে দিয়েছেন। সেই কারণে দুই আসনে উপনির্বাচন হচ্ছে। বিধানসভার অধিবেশন এখন চালু আছে। উপনির্বাচনে যাঁরা জয়ী হবেন, তাঁরা অধিবেশনেই বিধায়ক হিসেবে শপথ নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement