রাজ্যের করোনা চিত্র
শনিবার রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বাড়ল সংক্রমণের হার। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার ছিল ১.৯৪ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় সেই হার ছিল ১.৫৫ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে নতুন করে করোনা সংক্রমণের শীর্ষে পৌঁছে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। ওই জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন আক্রান্ত হয়েছেন। দীর্ঘ দিন জেলাভিত্তিক সংক্রমণের তালিকায় প্রথম স্থানে থাকার পর দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৬৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫ লক্ষ ৪২ হাজার ৪২৫-এ। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ১৪ হাজার ৪৭৫। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৩৫৬-এ।
জেলাভিত্তিক সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৯ জন আক্রান্তের সন্ধান মিলেছে। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৪। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭০ জন আক্রান্তের সন্ধান মিলেছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে শেষ ২৪ ঘণ্টায় ৬০ জন আক্রান্তের সন্ধান মিলেছে। জলপাইগুড়িতে সেই সংখ্যা ৫১।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন মোট ২ লক্ষ ৩ হাজার ৯২৩ জন। এর ফলে রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার ৭৬২।