রাজ্যের করোনা চিত্র
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। আপাত ভাবে সংখ্যাটি দেখে মনে হতে পারে, অনেকটাই কমেছে সংক্রমণ। কিন্তু দৈনিক করোনা পরীক্ষার দিকে নজর রাখলেই দেখা যাবে অনেকটা কমেছে পরীক্ষাও। ফলে গত সপ্তাহের সোমবারের মতো এই সোমবারও স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গেল, দুই শতাংশের উপর উঠেছে করোনা সংক্রমণের হার। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে দাঁড়িয়েছে ২.২৪ শতাংশ।
সোমবারের সংখ্যা ধরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০-এ। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ লক্ষ ০৫ হাজার ৮০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের, ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ২৪০-এ। আপাতত রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩১২-এ। আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা পরীক্ষার পরিমাণ কমেছে অনেকটাই। সংখ্যাটি ৪৬ হাজার ৫৩০ থেকে নেমে এসেছে ৩০ হাজার ১৫৩-এ।
জেলা ভিত্তিক সংক্রমণের তালিকার শীর্ষ রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় মোট ৭৫ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তালিকায় এর পরেই রয়েছে উত্তরের জেলা দার্জিলিং। সেখানে নতুন করে ৫৩ জন আক্রান্তের সন্ধান মিলেছে। কলকাতা নেমে এসেছে কালিম্পঙের (৪০) –এরও নীচে। শহরে শেষ ২৪ ঘণ্টায় ৩৭ জন আক্রান্তের সন্ধান মিলেছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে পুরুলিয়ায়। সেখানে এক জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এ ছাড়াও সংক্রমণ দুই অঙ্কের নীচে আছে মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদেও।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটা কমে গিয়েছে টিকাকরণ। যেখানে কোনও কোনও দিন চার লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের হিসাব অনুসারে শেষ দিনে টিকা দেওয়া হয়েছে মাত্র ৬৭ হাজার। রাজ্যে এখনও মোট তিন কোটি ২০ লক্ষ ৯৯ হাজার ৫৬২ টিকা দেওয়া হয়েছে।