ফাইল চিত্র।
বাংলায় ৯ জন এবং ওড়িশার এক জন আরপিএফ কর্মীর শরীরে করোনা ভাইরাস মিলেছে। এই খবর ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করে তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তুলছেন, লকডাউনের মধ্যে কোনও ‘স্ক্রিনিং’-এর ব্যবস্থা ছাড়াই কী ভাবে ওই কর্মীদের এ রাজ্যে পৌঁছে দেওয়া হল? এ রাজ্যের আক্রান্ত ৯ জনের মধ্যে খড়গপুরের ৬ জন, মেচেদা ও উলুবেড়িয়ার এক জন করে আছেন। তাঁদের মধ্যে আরপিএফের এক ইনস্পেক্টরও আছেন, যাঁর নেতৃত্বে ওই দলটি ট্রেনে খড়গপুর পৌঁছেছিল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের কথায়, ‘‘তাঁরা সকলেই ১৪ এপ্রিল ট্রেনে দিল্লি থেকে এসেছিলেন। লকডাউন চলাকালীন কী করে তাঁরা ট্রেনে ভ্রমণ করছিলেন? কারা তাঁদের পাঠিয়েছে? স্ক্রিনিং কী ভাবে হল?’’ ওই আরপিএফ কর্মীরা কোথায় কত জনের সঙ্গে মিশেছেন, সেই তথ্য এখনও অজানা। তার জন্যই উদ্বেগের কারণ আরও বেশি বলে তৃণমূল নেতৃত্বের বক্তব্য।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-রাজ্যপালের পত্রযুদ্ধের ব্যাপারে সংবিধান কী বলছে?
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)