Coronavirus Lockdown

নবম থেকে দ্বাদশের ‘ভার্চুয়াল’ ক্লাস স্থগিত

করোনার জন্য রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। এই অবস্থায় রাজ্যের আইসিএসই এবং সিবিএসই বোর্ডের বেশ কিছু স্কুল অনলাইনে পড়াশোনা শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৪:৫৬
Share:

প্রতীকী ছবি।

দূরদর্শনে এবং ডিডি বাংলা চ্যানেলে রাজ্য সরকারি, সরকারপোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের যে ভার্চুয়াল ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছিল শিক্ষা দফতর তা স্থগিত করা হয়েছে। ৭ এপ্রিল থেকে এই ক্লাস হবে বলে আগে জানানো হয়েছিল।

Advertisement

শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দূরদর্শনে ক্লাস নেওয়ার পরিকল্পনা লাভজনক হচ্ছে না। অভিভাবকরা যে সময় চেয়েছেন এবং শিক্ষকরা যে সময় চেয়েছেন, তার মধ্যে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে দূরদর্শনে সাত এপ্রিল, বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত যে স্লট নেওয়ার কথা ভেবেছিলাম তা স্থগিত রাখলাম। অভিভাবক, শিক্ষক, ছাত্র আমাদের কাছে বড় কথা। এমন সিদ্ধান্ত নিতে হবে যা সমগ্র ছাত্র সমাজের উপকারে লাগে।’’ দূরদর্শনে এই ক্লাস না হলেও বাংলার শিক্ষা পোর্টাল ও এডুকেশন হেল্প লাইনের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

করোনার জন্য রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। এই অবস্থায় রাজ্যের আইসিএসই এবং সিবিএসই বোর্ডের বেশ কিছু স্কুল অনলাইনে পড়াশোনা শুরু করেছে। শুক্রবার রাজ্য বোর্ডের স্কুলেও ‘ভার্চুয়াল’ ক্লাসের সুবিধা দেওয়ার ঘোষণা করেন পার্থবাবু। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল পড়ুয়া ও শিক্ষকেরা। কিন্তু শনিবার সিদ্ধান্ত বদলে অনেকেই হতাশ। অভিভাবক এবং শিক্ষকদের একাংশের মতে, করোনার জন্য স্কুল বন্ধ থাকায় নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অসুবিধার মধ্যে পড়েছে। দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস হলে তারা উপকৃত হত।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement