Coronavirus

কেন্দ্রের প্যাকেজ বিভ্রান্তিকর, মানুষকে স্বস্তি দিতে কিছুই নেই, তোপ মমতার

সাধারণ মানুষের সুরাহা দিতে কিছুই করা হয়নি, করোনার জন্য কোনও অনুদানও নেই বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২০ ১৮:০৫
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন, তা আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা— এ ভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমএসএম-ইর ক্ষেত্রে যে টাকা দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কিছুই নয়, অভিযোগ মমতার। সাধারণ মানুষের সুরাহা দিতে কিছুই করা হয়নি, করোনার জন্য কোনও অনুদানও নেই বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:

• স্থানীয় উৎপাদনের মাধ্য়মে আমরা ৩০ থেকে ৫০ শতাংশ টাকা বাঁচানো গিয়েছে

Advertisement

• লকডাউনের মধ্যেও আমরা ১৩.২ লক্ষ শ্রমদিবস তৈরি করেছি আমরা

• দেশকে এ ভাবে ভাঁওতা দেওয়ার অর্থ কী?

• এত কিছুর মধ্যেও আমরা উৎসব বোনাস দিচ্ছি

• গোটা দেশ যখন বিদেশে অর্ডার দিয়েছে আমাদের এখানে এমএসএমই-র মাধ্যমে মাস্ক, পিপিই বানানো হয়েছে

• এখন আত্মনির্ভর করার কথা বলা হচ্ছে, আমরা আগে থেকেই করেছি

• কোনও ঠিকাদার নিয়োগ করা হবে না

• মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগালে ১০০ দিনের কাজের মাধ্যমে হবে

• এই প্রকল্প গ্রামীণ অর্থনীতি মজবুত করবে

• ১০ একর থেকে ২০ একর পতিত জমি ও সরকারি জমি যুক্ত করে সমবায়ের মাধ্যমে পণ্য উৎপাদন করা হবে

• ‘মাটির সৃষ্টি’ নামে নতুন প্রকল্প চালু হচ্ছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায়

• অমিতদা যেটাকে ২ শতাংশ বলছেন আমি সেটাকে একটু শুধরে নিচ্ছি। রাজ্যগুলিকে কিছু দেয় নি

• পাবলিক স্পেনডিং, বিভিন্ন কাজে কোনও টাকা বরাদ্দ করা হয়নি

• কোভিড মোকাবিলায় স্পেশ্যাল প্যাকেজ নেই

• এমএসএমই-র জন্য কোনও টাকা নেই

• মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে এই ২০ লাখ টাকার ঘোষণার মধ্যে দিয়ে

• কৃষকদের ঋণ ছাড়ের ঘোষণা নেই, কিছু দেওয়া হয়নি

• একে তো কিছু দেওয়া হয়নি , তার উপর বিভ্রান্তিমূলক কথা

• একটা পয়সা দেওয়া হল না, রাজ্যগুলো চলবে কি করে?

• ছিনিয়ে নেওয়া হচ্ছে রাজ্যের অধিকার

• মানুষের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে

• যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চেষ্টা করা হচ্ছে

• লকডাউনের নামে রাজ্যগুলিকে লকআউটের চেষ্টা

অমিত মিত্রের বক্তব্য:

• গতকাল যে ২০ লক্ষ কোটির প্যাকেজ বলা হয়েছিল তার সত্যতা কোথায়?

• রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়া ৮ লাখ কোটি দিয়েছে

• ওই টাকা ২০ লাখ কোটির মধ্যে লুকিয়ে আছে

• অর্থমন্ত্রী ১.৭ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন

• তাহলে দেখা যাচ্ছে ১০ লাখ কোটি টাকার প্যাকেজ

• ২০ লাখ কোটির মধ্যে ১০ লাখ কোটি টাকার ঘোষণা আগেই হয়ে গিয়েছে।

• এই ১০ লাখ কোটির মধ্যেও সরকার ঋণ নিতে পারবে ৪.২ কোটি টাকা

• এটা কার্যত বিভ্রান্তিমূলক

• প্রধানমন্ত্রী সারা দেশের সামনে ২০ লাখ কোটি টাকার কথা ঘোষণা করলেন। আসল প্যাকেজ জিডিপির ২ শতাংশ মাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement