Coronavirus

আমরা চাই, আরও দোকানপাট খুলুক, গ্রামীণ অর্থনীতি চালুর বার্তা মুখ্যমন্ত্রীর

করোনা থাকবে, তার মধ্যেই গ্রাম বাংলার অর্থনীতি চালু করতে হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২০ ১৪:০৭
Share:

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুকের ভিডিয়ো থেকে নেওয়া

গ্রামীণ এলাকায় অর্থনীতি চাঙ্গা করতে আরও জোর দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা চাইছি আরও দোকানপাট খুলুক। করোনাভাইরাস থাকবে। কিন্তু তার মধ্যেই গ্রামীণ জাগরণ ঘটাতে হবে।’’

Advertisement

লকডাউনের জেরে গ্রামীণ উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। এ বার সেই কাজকর্ম চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এখন তো মৎস্য দফতর, সেচ দফতরের কাজ করতে অসুবিধা নেই। ১০০ দিনের কাজ চালু করতে হবে। তার জন্য আরও বেশি লোককে কাজে লাগাতে হবে। প্রয়োজনে ভিন রাজ্য থেকে যাঁরা এসে এ রাজ্যে আটকে পড়েছেন, তাঁদেরও কাজ দিতে হবে।’’ গ্রামগঞ্জে রাস্তাঘাটের হালও খারাপ হয়ে পড়েছে সংস্কার না হওয়ায়। সেই সব কাজ এ বার শুরু করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘সামনেই পুজো, তার আগেই রাস্তার কাজ শেষ করে ফেলতে হবে। প্রয়োজনে আরও কর্মীকে কাজে লাগাতে হবে।’’

মুখ্যমন্ত্রীর বক্তব্য:

Advertisement

• যাঁদের বাড়িঘর পোড়ানো বা জ্বালানো হয়েছে, তাঁদের সাহায্য করুন

• তেলেনিপাড়ায় যে গন্ডগোল হয়েছে, সেখানে কাদের বাড়িঘর ক্ষতি হয়েছে, তার তালিকা তৈরি করে পাঠাবেন

• কারও করোনা সন্দেহ হলে আলাদা থাকুন, বাড়িঘর পরিষ্কার রাখুন

• বাড়িতে থাকাও কিন্তু নিরাপদ

• স্বাস্থ্যবিমা করানো হয়েছে মে মাস পর্যন্ত, সেটা বাড়িয়ে জুলাই মাস পর্যন্ত করা হয়েছে

• ইতিমধ্যেই ৫৩ জনকে এই ১ লক্ষ টাকা করে দেওয়া হেয়েছে

• গুরুতর অসুস্থ হলে ১ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হচ্ছে

• স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক, পুলিশকর্মীদের জন্য আমরা ১০ লক্ষ টাকার বিমা করিয়েছি

• জেলাশাসক এবং জেলা সভাপতিরা সমন্বয় করে কাজ করুন

• আমদাবাদ, মুম্বই, দিল্লিতে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন

• পাশাপাশি আপনারাও যাঁরা বাইরে থেকে এসেছেন, তাঁরা আলাদা থাকুন

• তবে আমরা হোম কোয়রান্টিনের অনুমতি দেব

• আমরা প্রথমেই তাঁদের সোয়াব টেস্ট করব

• বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁরা কিছুদিন বিশ্রাম নিন

• কাজ শেষ করার জন্য় প্রয়োজনে কর্মীসংখ্যা বাড়াতে হবে

• পুজো আসছে, তার আগে গ্রামীণ সড়ক যোজনার কাজ শেষ করতে হবে

• মৎস্য দফতর, সেচ দফতরে কাজ শুরু করতে কোনও সমস্যা নেই

• এখন অনেক ক্ষেত্রেই কাজ শুরু করতে কোনও অসুবিধা নেই

• জনবহুল এলাকায় অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবেন

• মাস্ক পরেও কথা বলা যায়, মাস্ককে সবসময় সঙ্গী করে নিন

• সেটা গ্রামে প্রচার করতে হবে

• এখন যা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে

• করোনা থাকবে, তার মধ্যেই গ্রাম বাংলার অর্থনীতি চালু করতে হবে

• আগামী দিনে আরও দোকানপাট খুলবে

• আমরা চাইছি, দোকানপাট খুলুক

• ১০০ দিনের কাজে প্রয়োজনে ভিনরাজ্যের শ্রমিকরা যাঁরা এই রাজ্যে আটকে পড়েছেন, তাঁদের নিয়োগ করতে হবে

• ১০০ দিনের কাজ শুরু করতে হবে

• জেলাশাসকদের সেটা দেখতে হবে

• রেশন ডিলাররা যেন চাল-গম লুকিয়ে না রাখেন

• কেউ যেন অনাহারে না থাকে, তা নিশ্চিত করতে হবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement