Coronavirus Lockdown

আটকে পড়া শ্রমিকদের ‘স্নেহের পরশ’

ভিন্‌ রাজ্যে যে শ্রমিকেরা আটকে রয়েছেন তাঁদের প্রয়োজন হলে জনপিছু ১০০০ টাকা পাঠাবে সরকার। সে জন্য অনলাইনে আবেদন করতে হবে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০৪:৫৬
Share:

ছবি: এএফপি।

ভিন্‌ রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের হাতখরচ দেওয়ার জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রকল্পটির নাম দিয়েছেন ‘স্নেহের পরশ’। ভিন্‌ রাজ্যে যে শ্রমিকেরা আটকে রয়েছেন তাঁদের প্রয়োজন হলে জনপিছু ১০০০ টাকা পাঠাবে সরকার। সে জন্য অনলাইনে আবেদন করতে হবে। শুক্রবার মুখ্যসচিব রাজীব সিংহ জানান, অর্থ দফতরের আইএফএমএস সফটওয়্যারের মাধ্যমে এই কাজ হবে। শ্রমিকেরা এখানে অনলাইনে আবেদন করবেন। তাঁদের নাম ঠিকানাও জানাতে হবে। তা পাওয়ার পর জেলাশাসকেরা ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের সেই ঠিকানা ঠিক কি না যাচাই করবেন। তা মিলে গেলে সরকার ১০০০ টাকা ওই শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।

Advertisement

রাজ্যের মধ্যেও এক জেলার শ্রমিক অন্য জেলায় আটকে রয়েছেন। তাঁদের সরকার দু’তিন দিনের মধ্যে নিজের জেলায় পাঠাবে। কিন্তু প্রত্যেক পরিযায়ী শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা হবে। মুর্শিদাবাদ, মালদহ ও দুই দিনাজপুরের জেলাশাসককে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘খুবই ঝুঁকির কাজ। স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের গৃহ পর্যবেক্ষণে রাখতে হবে। দেখতে হবে করোনার সংক্রমণ আমরা যেন ঠেকাতে পারি।’’

আরও পড়ুন: গোষ্ঠী সংক্রমণ রুখতে এগরাই মডেল, আরও বেশি কোয়রান্টিনে জোর মুখ্যমন্ত্রীর

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement