Coronavirus in West Bengal

বেসরকারি কোভিড হাসপাতালকে টাকা

করোনা চিকিৎসার জন্য রাজ্যের বেশ কিছু বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করেছে স্বাস্থ্য দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৫:৪৭
Share:

ছবি পিটিআই।

বেসরকারি কোভিড হাসপাতালগুলির দৈনন্দিন খরচ জোগাতে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তবে সেই সাহায্য পেতে হলে মানতে হবে শর্ত। স্বাস্থ্য দফতরের বক্তব্য, চিকিৎসার জন্য যে কোনও টাকা লাগছে না এবং রাজ্য সরকার সেই খরচ বহন করছে, সেটা রোগীদের সুস্পষ্ট ভাবে জানাতে হবে।

Advertisement

করোনা চিকিৎসার জন্য রাজ্যের বেশ কিছু বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করেছে স্বাস্থ্য দফতর। এ ক্ষেত্রে সরকার নির্দিষ্ট হারে রোগীদের চিকিৎসার খরচ দিলেও প্রতিষ্ঠান চালাতে তাঁরা অসুবিধায় পড়ছেন বলে জানিয়ে জেলাশাসকদের চিঠি দেন বিভিন্ন বেসরকারি কোভিড হাসপাতালের কর্ণধারেরা। তাঁদের বক্তব্য, কোভিড হাসপাতালে সাধারণ রোগী ভর্তির সুযোগ না-থাকায় আয়ের রাস্তা বন্ধ। চিকিৎসক, নার্স, অন্য স্বাস্থ্যকর্মীদের পারিশ্রমিক, হাসপাতালের দৈনন্দিন খরচ জোগাতে সমস্যা হচ্ছে।

বেসরকারি হাসপাতালগুলির আর্জি বিবেচনা করে এ দিন সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ওই সব হাসপাতালকে যে-ক্ষতিপূরণ দেওয়া হবে, সেখান থেকে এই অগ্রিম আর্থিক সাহায্যের টাকা কেটে নেওয়া হবে।

Advertisement

সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেসরকারি কোভিড হাসপাতালগুলি। তবে তারা বলছে, কোভিড রোগীদের চিকিৎসায় সরকার যে-রেট ধার্য করেছে, তা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনার অবকাশ রয়েছে। কারণ, করোনা রোগীর চিকিৎসায় আনুষঙ্গিক খরচ অনেক বেশি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement