Coronavirus in West Bengal

শালবনির হাসপাতালে কোভিড রোগীর অস্বাভাবিক মৃত্যু

পুলিশের অনুমান, হাসপাতালের চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই রোগী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শালবনি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২০:০৪
Share:

ছবি: সংগৃহীত।

শালবনি করোনা হাসপাতালে এক কোভিড রোগীর অস্বাভাবিক মৃত্যু হল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাত দেড়টার পর থেকেই ওই রোগীকে তাঁর বেডে পাওয়া যাচ্ছিল না। তার পর থেকে রোগীর খোঁজখবর শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশেও। মাঝরাতে হাসপাতালে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। খোঁজাখুঁজির করতে গিয়ে দেখা যায়, হাসপাতালের পূর্ব দিকে পড়ে রয়েছেন ওই রোগী। পুলিশের অনুমান, হাসপাতালের চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই রোগী।

২২ এপ্রিল থেকে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে বছর ছাপ্পান্নর ওই রোগীর চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে দাসপুর থানা এলাকায় ওই রোগীর বাড়িতে তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়। শনিবার সকালে রোগীর দেহ উদ্ধারের খবর জানানো হয় তাঁর পরিবারকে। খবর পেয়েই তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন।

Advertisement

তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি। এ ঘটনায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, “হাসপাতালে এক রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তা ছাড়া ঘটনার তদন্ত করছে পুলিশ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement