ফাইল চিত্র।
কলকাতা মেডিক্যাল কলেজের আরও দুই জুনিয়র চিকিৎসকের করোনা ধরা পড়ল। বুধবার আক্রান্ত এক ইন্টার্ন এবং স্ত্রীরোগ বিভাগের এক পিজিটিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই পিজিটি চিকিৎসকের ডায়াবিটিস আছে। রবিবার ওই দুই চিকিৎসকের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। সোমবার লালারসের নমুনা সংগ্রহের পরে মঙ্গলবার পরীক্ষার রিপোর্টে করোনা ধরা পড়ে। আইডি থেকে এ দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। স্বাস্থ্য দফতরের খবর, দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের দু’জন চিকিৎসক, এক জন নার্স এবং অন্য দুই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এ দিকে, রাজ্যের পুর এলাকায় বিভিন্ন বাজারে স্যানিটাইজ় টানেলে জীবাণুনাশক হিসেবে যে-সব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেই তালিকায় সোডিয়াম হাইপোক্লোরাইট থাকবে না বলে বুধবার সব পুরসভায় নির্দেশ পাঠিয়েছেন পুর দফতরের সচিব সুব্রত গুপ্ত। ওই রাসায়নিকে শরীরের ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। স্যানিটাইজ় টানেলে সরাসরি মানুষের শরীরের জীবাণুনাশক লাগে। তাই এই সিদ্ধান্ত বলে জানায় প্রশাসনের একাংশ।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)