গ্রাফিক: শৌভিক দেবনাথ
কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ফের নিম্নমুখী সংক্রমণের হার। বৃদ্ধি দৈনিক সুস্থতার হারে। সেই সঙ্গে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি। মঙ্গলবার রাজ্যে করোনা সংক্রমণের ছবি চুম্বকে এমনটাই। যা দেখে রাজ্যের স্বাস্থ্যকর্তারা অনেকটাই আশান্বিত হয়ে উঠেছেন।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৪৪ জনের শরীরে। তার জেরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় সাড়ে পাঁচ লক্ষ (৫ লক্ষ ৪৯ হাজার ৭১৫ জন)। রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১২ হাজার ৭৮৮ জন। যা সোমবারের তুলনায় ৩৭৩ কম।
করোনায় মৃতের সংখ্যা এক সময় ৫০-এর গণ্ডি স্পর্শ করে ফেলেছিল। কিন্তু সম্প্রতি সেই প্রবণতা দেখা যাচ্ছে না। গত ২১ ডিসেম্বরের পর গত এক সপ্তাহে রাজ্যে দৈনিক মৃত্যু চল্লিশের উপরে যায়নি। মঙ্গলবার ৩০ জনের মৃত্যু হয়েছে। এ দিন উত্তর ২৪ পরগনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়া জেলায় ৪ জন করে প্রাণ হারিয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট ৯ হাজার ৬৫৫ জনের মৃত্যু হল।
আরও পড়ুন: ‘এ বার বহিরাগত দেখলেই থানায় অভিযোগ জানান’, নয়া কৌশল মমতার
আরও পড়ুন: ১১০-১১৬ আসন নিয়ে জোট পোক্ত করুক প্রদেশ কংগ্রেস, চাইছে হাইকমান্ড
শুরু থেকেই রাজ্যে করোনা সংক্রমণে প্রথম দু’টি স্থানে রয়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। তবে দু’টি জেলাতেই সংক্রমণের প্রকোপ এখন অনেকটা নিয়ন্ত্রণে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১৫ জন। কলকাতায় আক্রান্ত ২৭০ জন।
রাজ্যে কোভিড সংক্রমণের জেলাভিত্তিক ছবিটাও এখন কিছুটা স্বস্তিদায়ক। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা বাদ দিলে কোনও জেলাতেই দৈনিক সংক্রমণ মঙ্গলবার একশো ছোঁয়নি। ওই দুই জেলার পর, তৃতীয় স্থানে নদিয়া। সেখানে এ দিন ৯৩ জনের করোনা পজিটিভ।
রাজ্যে মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৭ হাজার ২৭২ জন রোগীই সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৫.৯২ শতাংশ।
প্রতিদিন যত সংখ্যক মানুষের কোভিড পরীক্ষা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্টের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার ৩৭ হাজার ২৪৫ জনের কোভিড পরীক্ষা হয়েছে। তবে নতুন সংক্রমিতের সংখ্যা যে হেতু কম, তাই সংক্রমণের হার কমে ৩.৩৪ শতাংশ হয়েছে।