করোনা আক্রান্ত রাজ্যের প্রতিমন্ত্রী তাপস রায়। ফাইল ছবি।
করোনা আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়।বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষা করান। এ দিন রাত ১০টা নাগাদ স্বাস্থ্য সচিব ফোন করে মন্ত্রীকে জানান, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
এরপর এ দিন রাত ১১টা নাগাদ তাপস রায়কে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। মন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তাঁর কোনও উপসর্গ নেই। তাপসবাবুর স্ত্রী এবং মেয়ে হোম আইসোলেশনে রয়েছেন।
লকডাউন পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা মাঠে-ময়দানে নেমে কাজ করছেন। মানুষের অভাব-অভিযোগ শুনছেন। সেই সূত্রে অনেকে করোনায় আক্রান্তও হচ্ছেন। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও করোনা আক্রান্ত হয়েছিলেন গত মাসে। তারও আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুও করোনায় আক্রান্ত হন। তবে করোনাকে জয় করে দুই জনেই সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন:প্রয়াত ইন্দাসের করোনা-আক্রান্ত বিধায়ক গুরুপদ মেটে
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)
আরও পড়ুন: সুস্থতার হার বাড়লেও রাজ্যে করোনায় মৃত্যু ছাড়াল ৫ হাজারের গণ্ডি