প্রতীকী ছবি।
করোনা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বেশ কিছু পদক্ষেপের দাবিতে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করলেন এসইউসি-র রাজ্য নেতৃত্ব। মে মাসের শেষ বা জুন মাসের মাঝামাঝি করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের অনেকে। সেই আশঙ্কার প্রেক্ষিতে এসইউসি-র দাবি, সারা রাজ্যে কমপক্ষে ৩০ হাজার কোভিড বেড চালু করতে হবে। সমস্ত হাসপাতালে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা করতে হবে এবং ব্লক স্তর পর্যন্ত কোভিড পরীক্ষা করে দ্রুত রিপোর্ট দেওয়ার পরিকাঠামো রাখতে হবে। পঞ্চায়েত বা বরোভিত্তিক পোর্টেবল অক্সিজেনের বুথ চালু করার দাবিও তুলেছেন অমিতাভ চট্টোপাধ্যায়, তরুণ মণ্ডল, অশোক সামন্ত, তরুণকান্তি নস্করেরা, যাতে নিভৃতবাসেও প্রয়োজনে মানুষ অক্সিজেন পেতে পারেন। মুখ্যসচিবের সঙ্গেই শুক্রবার আলোচনায় ছিলেন স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিব। তাঁরা যথাসাধ্য চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন। ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের বিকল্প কাজ এবং বিনামূল্যে খাদ্য সরবরাহের দাবিও করেছেন তরুণবাবুরা।