প্রতীকী ছবি।
পশ্চিমবঙ্গে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ১০ জন চিকিৎসকের বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর।
রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম মঙ্গলবার বলেন, “সংক্রমণের তৃতীয় ঢেউকে কী ভাবে মোকাবিলা করা হবে, শিশু এবং বয়স্কদের চিকিৎসা পরিকাঠামো-সহ সমস্ত বিষয়েই ওই কমিটি পরামর্শ দেবে।” আজ, বুধবার দুপুরে ওই কমিটি বৈঠকে বসবে। নির্দেশিকায় জানানো হয়েছে, কমিটির দায়িত্বে থাকছেন রাজ্যের কোভিড ব্যবস্থাপনার ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি। ‘ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এসএসকেএম হাসপাতাল)-এর চিকিৎসক সৌমিত্র ঘোষ, অভিজিৎ চৌধুরী, মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, মৃণালকান্তি দাস, আশুতোষ ঘোষ এবং আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক জ্যোর্তিময় পাল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিভূতি সাহা, যোগীরাজ রায়, বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক দিলীপ পাল কমিটিতে রয়েছেন।
চিকিৎসা-পরিকাঠামোয় কী উন্নতি প্রয়োজন, চিকিৎসা পদ্ধতি কেমন হবে, কোন উপসর্গে গুরুত্ব দিতে হবে এবং কী ভাবে বোঝা যাবে তৃতীয় ঢেউ বঙ্গে আছড়ে পড়েছে— এই সব বিষয়েই জানাবে কমিটি। তাদের সঙ্গে সমন্বয় রাখবেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।