Coronavirus in West Bengal

স্ত্রী করোনা পজিটিভ হয়ে আইডিতে, কোয়রান্টিনে সূর্যকান্ত মিশ্র

দলীয় সূত্রে খবর, পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদানের কথা ছিল সিপিএমের রাজ্য সম্পাদকের।

Advertisement

নিজস্ব সংবাদতাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০০:১০
Share:

সূর্যকান্ত মিশ্রের স্ত্রী ঊষা মিশ্র।—ফাইল চিত্র।

করোনায় আক্রান্ত হলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের স্ত্রী ঊষা মিশ্র। মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গিয়েছে, মেদিনীপুরে ছিলেন ঊষাদেবী। তাঁকে সেখান থেকে বেলঘাটা আইডি হাসপাতালে নিয়ো আসা হয়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয় ওই হাসপাতালে।

Advertisement

স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ায় আপাতত নিভৃতবাসে থাকবেন সূর্যকান্ত। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মতো তিনিও করোনা পরীক্ষা করাবেন। দলীয় সূত্রে খবর, পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদানের কথা ছিল সিপিএমের রাজ্য সম্পাদকের। কিন্তু স্ত্রীর করোনা ধরা পড়ায় আপাতত সেগুলিতে যোগ দিতে পারবেন না সূর্যকান্ত।

আরও পড়ুন: প্রণব-স্মরণে সভা শুভেন্দুর, মুখেই আনলেন না তৃণমূলের নাম

Advertisement

আরও পড়ুন: সংক্রমণের হার বেড়ে ৭ পেরোল, রাজ্যে মৃত ৫৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement